ঢাকা শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২


জি এম কাদেরের কার্যক্রমে আর বাধা নেই, নিষেধাজ্ঞা প্রত্যাহার


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৮:৫৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা রইল না। তার ওপর জারি করা আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দলটির সাবেক শীর্ষ নেতাদের করা মামলাটি বাদীপক্ষই তুলে নেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রোবায়েত ফেরদৌস মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। জি এম কাদেরের আইনজীবী মনোয়ার হোসাইন আলম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত, বাদীপক্ষের প্রতিনিধি ও জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম. এ. রাজ্জাক খান গত ২ আগস্ট মামলাটি প্রত্যাহারের আবেদন করলে এই আইনি লড়াইয়ের অবসান ঘটে।

এর আগে গত ৩০ জুলাই দল থেকে সদ্য অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জন সাবেক শীর্ষ নেতা জি এম কাদেরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

তাদের অভিযোগ ছিল, ২০১৯ সালের ১৮ জুলাই জি এম কাদেরকে গঠনতন্ত্র লঙ্ঘন করে চেয়ারম্যান ঘোষণা করা হয়। পরবর্তীতে একই বছরের ২৮ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে তিনি অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন।

মামলার আর্জিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি সাতজন প্রেসিডিয়াম সদস্যসহ আরও তিনজনকে দল থেকে অব্যাহতি দিয়ে তাদের নাম ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে, যা তাদের ক্ষুব্ধ করে তোলে।