নৌকায় ভোট চেয়ে বিবৃতি দিলেন ৩৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে শেখ হাসিনার পক্ষে গণরায় দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশ ও জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। গত ১০ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাসহ দেশের সব ক্ষেত্রে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তা দেশ-বিদেশের সব মহলে প্রশংসিত হয়েছে।
জাতির জনক শেখ মুজিবুর রহমান নেতৃত্বে মুক্তিযুদ্ধে ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষামুক্ত একটি উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন জাতি দেখেছিল।
তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সে লক্ষ্য পূরণে ক্রমান্বয়ে দৃঢ় পদে এগিয়ে চলেছে। শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সমৃদ্ধির ধারা বিনষ্ট হোক তা আমরা কেউ চাই না।
উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থীদের পক্ষে গণরায় দিয়ে তার নেতৃত্বে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা।’