ঢাকা রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২


যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিআরপি


প্রকাশিত:
৮ আগস্ট ২০২৫ ২১:৫৭

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর অভ্যন্তরে বা বাইরে থেকে আসা যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা বলেছেন, দলের ঐক্য ও আদর্শের বিরুদ্ধে যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিআরপি সম্পূর্ণরূপে প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (০৮ আগস্ট) বিকাল ৩টায় হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের স্কাই কিং রেস্টুরেন্টে আয়োজিত বিআরপি'র সিলেট বিভাগীয় কমিটির এক বিশেষ আলোচনা সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ দেন দলের চেয়ারম্যান জনাব মোঃ সোহেল রানা এবং মহাসচিব জনাব মোঃ তহিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রব। তাঁর সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, "কোনো চক্রান্তকারী বা কুচক্রী মহল দলের ঐক্য, অগ্রগতি ও আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে, তা শক্ত হাতে প্রতিহত করা হবে।"

ভার্চুয়াল বক্তব্যে দলের চেয়ারম্যান মো: সোহেল রানা বিআরপি’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, "দেশের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক সংস্কার সাধনের লক্ষ্যে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে। সংগঠনের সম্প্রসারণের মাধ্যমে জনগণের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করতে চাই।"

সভার শেষে তিনি দলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশবাসীর প্রতি বিআরপি’র সৌহার্দ্য, ভালোবাসা ও পরিবর্তনের প্রতীক হিসেবে "লাল গোলাপের শুভেচ্ছা" জানান।