নেছারাবাদ বিএনপির উদ্যোগে "জুলাই আগষ্ট গনঅভ্যুত্থান" বর্ষপূর্তি বিজয় র্যালি

মঙ্গলবার (৫ আগষ্ট) সৈরাচার শেখ হাসিনা সরকার পতনের ১ বছর পূর্তি উপলক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এবং উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর নির্দেশনায় (উপজেলা বিএনপির একাংশ) আয়োজিত হলো জুলাই - আগষ্ট গনঅভ্যুত্থানের বিজয় র্যালি।
র্যালিটি ৫ আগষ্ট ২০০২৫ মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় (মিয়ারহাট বন্দর) থেকে শুরু হয়ে ইন্দ্রেরহাট বন্দর, কলেজ চত্বর হয়ে মিয়ারহাট বন্দর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অফিসের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রধান প্রধান বক্তারা জুলাই - আগষ্ট গনঅভ্যুত্থানে সকল শহীদদের প্রতি মাগফিরাত কামনা সহ সকল আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।
এসময় শারীরিক অসুস্থতা জনিত কারনে প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ উপস্থিত থাকতে পারেননি।
র্যালি/ সৈরাচার বিরোধী আন্দোলনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন - উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আতিকুল ইসলাম লিটু, যুগ্ম আহবায়ক, কাজী তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক, আজহারুল ইসলাম টুটুল, যুগ্ম আহবায়ক, রুহুল আমিন, যুগ্ম আহবায়ক, মাহমুদুল হাসান বাবু, যুগ্ম আহবায়ক, সোহেল রানা মৃধা, যুগ্ম আহবায়ক, সেলিম রেজা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, এনামুল হক খোকন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) তপু রায়হান, উপজেলা জাসাসের সদস্য সচিব, উজ্জ্বল বিশ্বাস, জলাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ফারুক হোসেন, সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সহ- সভাপতি, শাজিদুল ইসলাম শান্ত, সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আবু তালেব রাকিব সহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম লিটু সমাপনী বক্তব্যে জুলাই - আগষ্টের গনঅভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন- ঐতিহাসিক জুলাই - আগষ্ট গনঅভ্যুত্থানের মাধ্যমে সৈরাচারী শিকল ভেঙে আমরা তথা গোটা জাতি গুম, খুন, নির্যাতন, নিপিড়নের হাত থেকে মুক্ত হয়েছি। তাই নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারুন্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জুলাই - আগষ্টের স্প্রিড ধরে রেখে সুসংগঠিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং একটি গনতান্ত্রিক সরকার গঠন করে দেশবাসীকে একটি নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিতে হবে। তাই আসুন সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ছায়তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। দেশকে একটি সৈরাচার মুক্ত, দূর্নীতি মুক্ত উন্নয়নশীল সরকার উপহার দেই।
পরিশেষে উপজেলা বিএনপির আহবায়ক জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলের কাছে দোয়া চেয়ে র্যালি ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।।