বিএনপির বিজয় র্যালি: নয়াপল্টনে জনতার ঢল

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র্যালিতে যোগ দিতে আসা জনতার ঢল নেমেছে। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে এ বিজয় র্যালি করছে বিএনপি। সব জেলা ও মহানগরেও বিজয় র্যালি করছে দলটি।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ র্যালি শুরু হওয়ার কথা থাকলেও ১২টার মধ্যে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় নেতা-কর্মীদের ঢল নামে।
র্যালিতে ঢাকা বিভাগের জেলা টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতা-কর্মীরাঅংশ নিচ্ছেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়েরনেতা-কর্মীরা নিজ নিজ সংগঠনের ব্যানারে স্বতঃ স্ফূর্ত অংশ নিয়েছেন। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা।
র্যালিতে আসা নেতা-কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন।
পূর্বে মতিঝিল নটরডেম কলেজ থেকে পশ্চিমে কাকরাইল মোড় পর্যন্ত বিস্তার লাভ করেছে বিএনপির বিজয় র্যালি। নয়াপল্টন, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, ফকিরেরপুল মোড়, বিজয়নগর মোড়, পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় লোকজনে সয়লাব হয়ে আছে। কার্যত এসব এলাকার সড়ক, লেন, অলি-অগলি অচল হয়ে পড়েছে। লোকজনের উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে দাবি করছেন বিএনপির নেতা-কর্মী, সমর্থক-শুভাকাঙ্ক্ষিরা।
এদিকে সম্ভব্য পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ নয়াপল্টন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।