ভালুকায় জুলাই গণ অভ্যুত্থান দিবসে বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহের ভালুকায় ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (০৫ অগস্ট) বিকেলে ভালুকা সরকারি কলেজ থেকে বের হওয়া মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সালাউদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মজিবর রহমান মজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম।
এ সময় উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক হাজী শহিদুল ইসলাম, খালেদা নার্গিস,উপজেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।