ড. কামাল হোসেন একটা পাগল: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে পাগল বলে সম্বোধন করেছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘সে এখন পাগল হয়ে গেছে। তাঁর কথাবার্তা আচরণে মনে হয়, ড. কামাল হোসেন একটা পাগল। ’
আজ বুধবার বিকেলে ভাতিজা আলী আজম মুকুলের পক্ষে, ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে বোরহানউদ্দিন উপজেলার আবদুল জব্বার কলেজের সামনের রাস্তায় এক নির্বাচনী পথসভায় যোগ দেন তোফায়েল আহমেদ। পথসভাটির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমদ বলেন, ‘গতকাল কামাল হোসেন পুলিশকে বলেছে, জানোয়ার। সাংবাদিকদের বলেন, খামোশ, কত টাকা পেয়েছ। আচার-আচরণ, ব্যবহার তাঁর কুৎসিত।’
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ওই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় কথা বলেন ভোলা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল, পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।