ঢাকা শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২


নাহিদ ইসলাম

ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে


প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫ ১১:০০

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি।

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতরা।

সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলবো উল্লেখ করে নাহিদ ইসলাম আরো বলেন, মুজিববাদ নানা ছলেবলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী দেওয়ান রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন,যুগ্ম আহবায়ক অনিক রায়,সদস্য সচিব আখতার হোসেন,দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ,প্রীতম দাশ ও যুগ্ম মূখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিবসহ কেন্দ্রীয় নেতরা।

এছাড়াও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ,মাহবুব আলম, সারোয়ার তুষার,অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন,তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দীন মাহাদী, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ,খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক ও হাসান আলী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম

সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ), মো. মাহিন সরকার, মো. নিজাম উদ্দিন, আকরাম হুসেইন, এস এম সাইফ মোস্তাফিজ ও উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকসাদিয়া ফারজানা দিনাসহ কেন্দ্রীয় কমিটির প্রায় শতাধিক নেতারা উপস্থিত ছিলেন।

পদযাত্রাটি হবিগঞ্জ থেকে গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ এসে পৌঁছে। এনসিপির কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ গ্রেডের জুলাই যোদ্ধা জহুর আলীর সভাপতিত্বে সুনামগঞ্জ সার্কিট হাউজের সংক্ষিপ্ত আলোচনা সভায় জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আমরা বিচার, সংস্কার ও দেশ পূণর্গঠনের লক্ষ্যে আন্দোলন করছি। জুলাই আন্দোলনে শহীদ হৃদয়, শহীদ আয়াতুল্লাহ ও শহীদ সোহাগ সুনামগঞ্জের এই তিন কৃতিসন্তান জীবন দিয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরন করে চলছেন। জুলাই যোদ্ধাদের অনেক সমস্যা আছে। এসব সমস্যা সমাধানেও এনসিপি কাজ করে যাবে।

পরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে মাওলানা মফিজুর রহমান ও জেলা এনসিপির আহবায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের উপস্থাপনায় মসজিদে জুমআর নামাজে আগত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন নাহিদ ইসলাম।