ঢাকা শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২


জামালপুরে বাকশালের সাবেক এমপির মেয়ে আ.লীগ নেত্রী কাকলী গ্রেফতার


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫ ২০:২৪

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সেলিনা পারভীন কাকলীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জুলাই বুধবার দুপুরের বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,২২ জুলাই মঙ্গলবার রাতে তাকে পৌর শহরের স্টেশন রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক গণ মাধ্যমকে বলেন, 'জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা পারভীন কাকলীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সেলিনা পারভীন কাকলী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাকশাল ও জাতীয় পার্টির সাবেক এমপি শফিকুল ইসলাম খোকার কন্যা।

তার পিতা এমপি নির্বাচিত হওয়ার আগে জামালপুর পৌরসভার (১৯৮৫ দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচিত) হোন। পরে শফিকুল ইসলাম খোকা জামালপুর সংসদীয় আসন ৩ মেলান্দহ - মাদারগঞ্জে থেকে ১৯৮৬ সালে বাকশাল থেকে নৌকা মার্কা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হোন। পরে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে দুইবার জাতীয় পার্টির এমপি নির্বাচিত হোন। ১৯৯০ সালে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হলে তিনি কিছুদিন আত্মগোপনে থাকেন।পরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। পরবর্তী তিনিআমৃত্যু পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

প্রয়াত এমপি শফিকুল ইসলাম খোকার মেয়ে সেলিনা পারভীন কাকলী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে গ্রেফতারের আগ পর্যন্ত সব সময় সরব ও সোচ্চার ছিলেন।