ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


বিমান বিধ্বস্তের ঘটনায় কারো ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখার আহ্বান গয়েশ্বরের


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১৭:২৬

ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ত্রুটি ছিলো কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

আজ (২২ জুলাই) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য লাভ ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

ঢাকা শহরের মতো এমন জনাকীর্ণ এলাকায় কিভাবে প্রশিক্ষণ বিমান চালনা হয় সে বিষয়েও প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। বলেন এটি শুধু মাত্র একটি দূর্ঘটনা নয়। এটি সারাদেশের মানুষের জন্য চরম কষ্টের একটি মূহুর্ত।

এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন এই শোক সইবার মতো নয়। যে শিশুদের জীবন ঝরে গেলো সেসব পরিবারের কাছে সান্ত্বনা দেয়ার কোন ভাষা নেই।