ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


হামলায় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কেউ আহত হয়নি: আখতার


প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫ ১৭:৩৫

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কেউ আহত হয়নি বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

আজ বুধবার বিকেলে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও বলেন, “শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দেখেছি। এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। মসজিদের মাইকগুলোতে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মঞ্চের সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ধাওয়া দেয়। এই ঘটনার আগে, সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরেও হামলা চালানো হয় বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান সমাবেশ মঞ্চে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপি নেতা আখতার হোসেন জানিয়েছেন, হামলার পর দলের কেন্দ্রীয় নেতারা জেলা প্রশাসক কার্যালয়ের পাশে একটি ভবনে নিরাপদে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “আমাদের নেতাকর্মীরা প্রতিরোধের মানসিকতা নিয়ে আছে। প্রতিরোধের মধ্য দিয়েই আমরা এখান থেকে অন্যত্র রওনা দেবো।”

তিনি আরও নিশ্চিত করেন যে, এই হামলায় দলের শীর্ষস্থানীয় কোনো নেতা আহত হননি।

এই হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে একটি কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে আজ গোপালগঞ্জে এই পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছিল।