হাসনাত আবদুল্লাহ
ফ্যাসিষ্টদের বিরুদ্ধে আন্দোলন আমাদের এখনো শেষ হয়নি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিষ্টদের বিরুদ্ধে আন্দোলন আমাদের এখনো শেষ হয়নি। দখলবাজ, চাঁদাবাজ আর অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। বিচার, সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চাঁদার জন্য একজন মানুষকে বিভৎস্যভাবে হত্যা করা হয়েছে। ৫ আগষ্টের পর এই স্বাধীন বাংলাদেশে আমরা দেখতে চাই নি। বিএনপির ত্যাগী নেতাকর্মীরাও আজ অবহেলিত ও বঞ্চনার শিকার।
তিনি আরও বলেন, আমাদের দেশের ভাগ্য আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। একটি দল সংস্কার চাই না, বিচার চাই না। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আপনারা চান কী? শুধু কি চান্দা চান। যদি চান্দা লাগে আমরা সবাই মিলে উঠিয়ে চান্দা দিবো।
বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের অনেক রাজনীতিবিদের বয়স, আমার বয়সের আরও তিন গুণ। আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করবো। আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে। কারণ, তারা আমাদেরকে বুঝেনি। এই তরুণ প্রজন্মের ভাষা বুঝেনি।