ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০১৮ ০০:৪৪

একাদশ সংসদ নির্বাচনে সব প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ চেয়ে আবারও নির্বাচন কমিশনে (ইসি) বৈঠক বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন তারা।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের শীর্ষ ১০ নেতা বৈঠকে উপস্থিত আছেন। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ড. জাফুরুল্লাহ প্রমুখ।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত আছেন।

জানা গেছে, নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন সে বিষয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে তালিকা দেয়া হবে। তারা এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাইবেন।