ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


৩০ ডিসেম্বর দেশে ভোট বিপ্লব ঘটবে: কাদের সিদ্দিকী


২৫ ডিসেম্বর ২০১৮ ০৩:৫০

আপডেট:
১১ মে ২০২৫ ০৯:৪০

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে দেশে ভোট বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

সোমবার (২৪ ডিসেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ৩০ ডিসেম্বর দেশে ভোট বিপ্লব ঘটবে। ৭০ সালে বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং ৩০ ডিসেম্বরেও সঠিক সিদ্ধান্ত নিবে।

আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের দল নয় দাবি করে কাদের সিদ্দিকী বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, শাজাহান সিরাজ এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ড. কামাল হোসেন যেখানে সেখানে কোন পক্ষ লাগে না। আওয়ামী লীগ অবৈধ সরকার। বিনা ভোটে সরকার গঠন করেছে। আওয়ামী লীগ কখনো স্বাধীনতার স্বপক্ষের শক্তি হতে পারে না।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, একটি দল কত বড় দেউলিয়া হলে সিনেমার নায়ক নায়িকার ভোট চাইতে মাঠে নামায়।

নির্বাচনের মাঠে সেনাবাহিনী নামা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ হওয়ার আগে এদেশে সেনাবাহিনীর জন্ম হয়েছে। এ সেনাবাহিনী বীর শহীদদের উত্তরসূরি। তাদের কাছে জনগণের দাবি একটাই জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পরে সে ব্যবস্থা করা।