বাঁশখালীতে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর প্রচারণায় হামলার প্রতিবাদে বৈলছড়ি এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে নেতাকর্মীরা। তারা ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলেও খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে পুরো এলাকা অবরুদ্ধ করে রেখেছে জাপা কর্মীরা।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল জাগো নিউজকে জানান, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর অনুসারীরা উপজেলার বৈলছড়ি এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন। তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এতে পুরো এলাকা অন্ধকারে ডুবে আছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
মাহমুদুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. জোবায়ের চৌধুরী বলেন, গতকাল চাম্বল বাজারে লাঙ্গল প্রতীকের কর্মীদের একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু চাম্বল ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল হক আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষ নিয়ে আমাদের মতবিনিময় সভা করতে বাধা দেন। ফলে আমরা গতকালের মতবিনিময় সভা স্থগিত করে আজ বিকেলে করার সিদ্ধান্ত নেই। আজকের সভার বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করি।
তিনি আরও বলেন, কিন্তু আমাদের মতবিনিময় পণ্ড করতে সকাল থেকেই চেয়ারম্যান মুজিবুল হকের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাম্বল বাজারে অবস্থান নেয়। বিকেল সাড়ে চারটার দিকে মিছিল নিয়ে আমরা চাম্বল বাজারে যাওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীরা চাম্বল মাদরাসা এলাকায় প্রথম দফায় আমাদের ওপর হামলা করে। এ সময় পুলিশের উপস্থিতিতে প্রায় সাত রাউন্ড গুলিবর্ষণ করা হয়।
পরে আমরা বাধা উপেক্ষা করে চাম্বল বাজারে আমাদের নির্ধারীত মতবিনিময় সভা শুরু করি। প্রায় আধাঘণ্টা সভা চলার পর চেয়ারম্যান মুজিবুল হকের নেতৃত্বে সন্ত্রাসীরা আবারও আমাদের সভা লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় প্রায় ৭০ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে আমাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেকে গুলিবিদ্ধ। গোলাগুলির ঘটনা চলার সময় মাহমুদুল ইসলাম চৌধুরীসহ শত শত নেতাকর্মী আটকা পড়ে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকেও কোনো ব্যবস্থা নেয়নি।
এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী।
এদিকে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ৭০ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে শক্তির বিচারে দেশের চারটি বড় দলই পরস্পরের বিরুদ্ধে লড়ছে। এ আসনে দুই জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের সামনে চ্যালেঞ্জ হিসেবে রয়েছেন শরিক দলের হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীরা।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। নানা কারণে বিতর্কিত মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পান মোস্তাফিজুর রহমান। আর মনোনয়ন না পেয়ে দলের নির্দেশে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।