কোরআনেও আছে ‘এতিমের অর্থ চুরি করে খেও না’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পবিত্র কোরআন শরিফেই লেখা আছে, ‘এতিমের অর্থ, এতিমের সম্পদ চুরি করে খেও না।’ এতিমের অর্থ আত্মসাৎ করলে শাস্তি তো পেতেই হবে। আজ যে তার বিরুদ্ধে মামলা এটা কিন্তু আওয়ামী লীগ করেনি, সরকারও দেয়নি। খালেদা জিয়ার প্রিয় লোকেরাই মামলা দিয়েছে। আর সেই মামলায় আজকে তিনি সাজা পেয়ে কারাগারে।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গঠন করার পর হাওয়া ভবন খুলে দুর্নীতি করছে না, করবেও না। হাওয়া ভবনের হাওয়ায় ব্যবসায়ীদের নাভিশ্বাস উঠে যায়। আমরা সরকার পরিচালনা করি, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এতিমের অর্থ আমরা আত্মসাৎ করি না। এতিমের টাকা আত্মসাৎ করেছিল খালেদা জিয়া।
তিনি বলেন, ‘মামলা দিয়েছিল কেয়ারটেকার সরকার, কেয়ারটেকার সরকারে কারা ছিল? খালেদা জিয়ার পছন্দের প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন, খালেদা জিয়ার পছন্দের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন, যাকে খালেদা জিয়া বাংলাদেশ ব্যংকের গভর্নর করেছিল। মামলা দিয়েছিল কে? সেনাবাহিনী। নয়জন জেনারেলকে ডিঙিয়ে মইন ইউ আহমেদকে সেনাপ্রধান করেছিল। তারা সবাই খালেদা জিয়ার প্রিয় ব্যক্তিত্ব, আর সব ‘প্রিয় ব্যক্তিত্বই তার বিরুদ্ধে ওই এতিমের অর্থ আত্মসাৎ করার মামলা দিয়েছিল।’
ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম, ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন খান পাঠান (চিত্রনায়ক ফারুক), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা শেখ ফজলুর রহমান।