ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


৬ প্রতীক নিয়ে বিকেলে ইসিতে যাবে এনসিপি


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ১০:৫৪

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২২ জুন) বিকেল ৩টায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে দলটির পক্ষ থেকে আবেদনপত্র জমা দেওয়া হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

তিনি বলেছেন, ‘নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সব শর্ত পূরণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিকেলে আমাদের প্রতিনিধিদল ইসিতে আবেদন জমা দেবে।’

তিনি জানান, এনসিপি নিবন্ধনের সময় ছয়টি দলীয় প্রতীক সংরক্ষণের আবেদনপত্র দেবে। তবে তারা ঠিক কোন প্রতীক চাচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সময়সীমার শেষ দিন আজ (২২ জুন)। ফলে শেষ মুহূর্তে এসে এনসিপি তাদের আবেদনপত্র জমা দিতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারিতে এনসিপির আত্মপ্রকাশ ঘটে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের উদ্যোগে। আত্মপ্রকাশের চার মাস পর দলটি আনুষ্ঠানিকভাবে ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে।

নিবন্ধন না থাকা সত্ত্বেও দলটি ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করেছে এবং কিছু সভা-সমাবেশে প্রতিনিধিত্ব করেছে। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল। তবে এনসিপি নেতাদের দাবি, নিবন্ধনের জন্য সময় প্রয়োজন ছিল, কারণ জেলা-উপজেলায় কমিটি গঠনসহ ইসির শর্ত পূরণ একটি দীর্ঘ প্রক্রিয়া।