মঠবাড়িয়ায় লাঙ্গল সমর্থকদের হামলায় সাংবাদিক আহত

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙ্গল প্রতীক) সমর্থকদের হামলায় ইনডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি তামিম সরদার (২৮) পেশাগত দায়িত্ব পালনকালে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মঠবাড়িয়া পৌরশহরের মিরুখালী টেম্পোস্ট্যান্ড এলাকায় মহাজোট প্রার্থীর সমর্থক পরিচয় দিয়ে একদল হেলমেট পরা মুখোশধারী সন্ত্রাসী জিআই পাইপ ও রামদা দিয়ে তার ওপর সশস্ত্র হামলা চালায়।
এ সময় তারা টেলিভিশনের মোবাইল, ডিএসএলআর ক্যামেরা ও ট্রাইপট ছিনিয়ে নেয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে।
খবর পেয়ে আহত তামিমকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় সাংবাদিকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তামিম সরদার মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মিরুখালী টেম্পোস্ট্যান্ডে ওই সাংবাদিক ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে লাইভ দেখানোর জন্য পোস্টার ও ফেস্টুনের ভিডিও করছিলেন। সেখানে মহাজোটের লাঙ্গল প্রতীকের অর্ধশত সমর্থক মোটরসাইকেল বহর নিয়ে মহড়া দিচ্ছিল। এ সময় লাঙ্গল প্রতীকের সশস্ত্র কয়েকজন সমর্থক অতর্কিতে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে হেলমেট থাকার কারণে সাংবাদিক তামিম প্রাণে রক্ষা পান। পরে তাকে ১৫-২০ জনের একটি দল লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তামিমকে বাঁচাতে গেলে তার মোটরসাইকেল চালক রাজু শেখকেও (২৭) পিটিয়ে আহত করে তারা।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা হাসপাতালে তামিমকে দেখতে যান। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পিরোজপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও মঠবাড়িয়া প্রেস ক্লাব সাংবাদিকরা।
মঠবাড়িয়া থানার ওসি মো. শওকত আনোয়ার ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ আসনে মহাজোটের লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থীর আপেল প্রতীকের সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।