ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


গাজীপুরে জামায়াতের মোটরসাইকেল শোডাউন


প্রকাশিত:
১৪ জুন ২০২৫ ১৮:০৪

গাজীপুরে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে দলটির মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি : সংগৃহীত

গাজীপুর-২ (টঙ্গী ও গাজীপুর সদর আংশিক) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ শোডাউনে শত শত মোটরসাইকেল আরোহী নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শোডাউনটি টঙ্গী ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগরের নায়েবে আমির এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলী এ কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করেন। শোডাউনের বিভিন্ন স্থানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তার উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।

আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোডাউন স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা জানান, শোডাউনের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এদিকে নির্বাচনী মাঠে প্রধান প্রধান দলগুলোর পাশাপাশি জামায়াতের এমন সরব উপস্থিতি স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।