আ.লীগ প্রার্থীর প্রচার মিছিলে হামলার অভিযোগ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় আওয়ামী লীগের প্রার্থী ডা. আফসারুল আমিনের প্রচার মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মিছিলের পেছনে ২০-২৫ জন যুবক কিরিচ নিয়ে হামলায় চালায় বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান তারেক।
এ সময় ওই যুবকদের ছোঁড়া ঢিল-ইটের টুকরায় প্রচার মিছিলের সামনে থাকা গাড়ির কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে প্রার্থী ডা. আফছারুল আমিন অক্ষত আছেন বলে জানান তিনি।
তারেক বলেন, ‘বাদুরতলা এলাকায় জঙ্গি শাহ মাজারের সামনে থেকে বিকেলে আমরা মিছিল শুরু করি। মিছিল মুন্সীপুকুর পাড় হয়ে বাহার উল্লাহ মসজিদের সামনে গেলে পেছন থেকে ২০-২৫ জন যুবককে কিরিচ নিয়ে দৌঁড়ে আসতে দেখি। এ সময় তারা ইটের টুকরো ছুঁড়তে থাকে। তবে আমরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে কিছুক্ষণ পর তারা পালিয়ে যায়। হামলায় তেমন কেউ আহত হননি। শুধু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
হামলাকারীদের তাৎক্ষণিকভাবে চেনা যায়নি বলেও জানান হাবিবুর রহমান তারেক।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘আফছারুল আমিন মহোদয়ের প্রচারণা মিছিলের পেছনদিকে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এটি হামলা কি না সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের প্রার্থী আফছারুল আমিন ২০০৮ সালেও এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী আফছারুল আমিন।