চট্টগ্রাম-৬: ছাত্রলীগ নেতা দিদারের নেতৃত্বে নৌকার গণযংযোগ শুরু

বাংলাদেশ ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দিদারুল আলমের নেতৃত্বে বাঁশখালীতে (চট্টগ্রাম-৬) নৌকার গণযংযোগ শুরু হয়েছে। নির্বাচনী আসনে পৌঁছিয়েই দিদার আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে আলোচনা করেন।এতে উজ্জীবিত হয়ে উঠেছে তরুণ ভোটাররা।
দিদার চট্টগ্রাম-৬ আসনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মনোনীত প্রধান সমন্বয়ক।
প্রথমদিনেই দিদার নিজ এলাকা শীলকূপ ইউনিয়নের নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।
এদিকে, এলাকায় পৌঁছলে দিদারকে ফুলেল শুভেচ্ছা জানান এই আসনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।