ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


হাসনাতের ওপর হামলা

নতুন করে আরও গ্রেফতার ৪৩, মোট ৮৬


৬ মে ২০২৫ ১৩:৫৯

আপডেট:
৬ মে ২০২৫ ১৬:৫৩

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে নতুন করে আরও ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে।

এর আগে সোমবার (৫ মে) হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে প্রায় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে জেলার বাসন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা মামলায় ৪৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামি করা হয়েছে শতাধিক জনকে। মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন করে আরও ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। তবে আটকদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হাসনাতের ওপর হামলার কথা জানান এনসিপি’র আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে লোকেশন দিচ্ছি।’

সারজিসের পোস্ট অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে হামলা চালানো হয়েছে।

এদিকে, হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে।