ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের আহ্বান মির্জা ফখরুলের

সকলকে সাহসী হয়ে এবং ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নিজ বাসভবনের কাছের কালীবাড়ি বাজারে অবস্থিত শ্রীশ্রী শনিদেব মন্দিরের ফলক উন্মোচন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি তাঁর প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করেন এবং তাদের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি হিন্দু-মুসলিম ঐক্যের গুরুত্ব তুলে ধরে জানান যে, সমাজের সব সম্প্রদায়ের মধ্যে সুমধুর সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলকে বাংলাদেশী হিসেবে একত্রিত হয়ে এবং সাহসী মনোভাব নিয়ে ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য কাজ করতে আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘আমরা সকলেই যদি এক হয়ে কাজ করি, তবে আমাদের এই দেশকে আরও উন্নত ও সুন্দর করতে পারব।’
এছাড়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে আস্থা রাখার অনুরোধ জানান এবং জানান যে, তিনি সম্প্রীতি রক্ষা করতে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করতে প্রস্তুত।