ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত


২৭ এপ্রিল ২০২৫ ১৬:২০

আপডেট:
৯ মে ২০২৫ ২০:২৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। যার জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে জামায়াত।

রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহের জানান, আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যে সময়সূচি দিয়েছেন, জামায়াত সেই টাইমলাইনের প্রতি আস্থা রাখছে।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে বাংলাদেশে পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে।

তাহের বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের আলোচনা চলছে। গার্মেন্টস খাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য ইউরোপে রপ্তানি হয়। সে বিবেচনায় একটি নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে সেখানে ইউরোপীয় বিনিয়োগ উৎসাহিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নারীর অধিকার ও জঙ্গিবাদবিরোধী অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইউরোপীয় প্রতিনিধিদের আশ্বস্ত করেছি। নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে পতিতাদের শ্রমিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে আমরা নারীর মর্যাদার পরিপন্থী বলে মনে করি। জামায়াতে নারীদের অংশগ্রহণ বর্তমানে ৪৩ শতাংশ, যা অন্যান্য দলের তুলনায় অনেক বেশি।