ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’

বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপক। দলটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ফাতিমা তাসনিম।
ঘোষণাপত্র পাঠের শুরুতে মোহাম্মদ রফিকুল আমীন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছে। এই প্রেক্ষাপটে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের অবসান ঘটাতে চায় ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। দলটি জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে আগ্রহী।
তিনি আরও বলেন, দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করার মতো সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।
দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম তার স্বাগত বক্তব্যে বলেন, রাজনৈতিক সচেতনতার অভাবে দেশে আবারও স্বৈরাচারী সরকার গঠিত হতে পারে। অতীতে জনগণ আওয়ামী স্বৈরাচারকে বিতাড়িত করেছে এবং ভবিষ্যতেও কেউ স্বৈরাচারী হতে পারবে না।
অনুষ্ঠানে ২৯৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।