ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ফখরুলের গাড়িতে হামলা, ড্রাইভার আহত


৯ ডিসেম্বর ২০১৮ ১১:৪১

আপডেট:
১১ মে ২০২৫ ০৩:২০

মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলা করেছে। শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের উদ্দেশে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছোঁড়া পাটকেলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকার মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা চেয়ারপারসন কার্যালয় লক্ষ্য করে ইট ছোঁড়ে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতেও তারা হামলা করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং চালক হেলাল রক্তাক্ত হন।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ির চালক হেলালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কি-না জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জাগো নিউজকে বলেন, আমার বিষয়টা জানা নেই।