ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় আমজনতার দলের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে ঢাকায় আমজনতার দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে তিনটার সময় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির সদস্য সচিব মোঃ তারেক রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ কর্মসূচিতে আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান বলেন, যুদ্ধ বিরতি দিয়ে আবারো হামলা কাপুরুষের লক্ষণ। এটা মানবাধিকারের পরিপন্থি। নারী শিশু বা বৃদ্ধ নাগিরিক কাউকে ছাড় দেয়া হচ্ছে না। এই রমজানে তাদের কাছে কোন খাদ্য সহযোগিতা যাই নাই, সারা বিশ্ব বসে বসে দেখছে। জাতিসংঘের ভূমিকা দুর্বল হয়ে পড়েছে।
আমজনতার দলের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুব হোসাইন বলেন, মধ্যপ্রাচ্যের মানুষ ফিলিস্তিনের জন্য রাস্তায় নেমে আসলেও তাদের সরকার নিষ্ক্রিয়। তিনি আরো যোগ করেন, ইউরোপ আমেরিকা মধ্যপ্রচ্যে তেলের নিয়ন্ত্রণ নিতে ৭০ বছর ধরে গণহত্যা চালাচ্ছে।
মানবাধিকার কর্মী ও আমজনতার দলের কার্যনির্বাহী সদস্য সাধনা মহাল বলেন, প্যালেস্টাইনের আরেক নাম গণকবর। আর ইসরাইলের আরেক নাম গণহত্যাকারী। আধুনিক বিশ্ব ব্যবস্থায় ইসরাইল সম্ভবত নিকৃষ্টতম মানবতাবিরোধী রাষ্ট্র। সাম্প্রতিকালে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনা নির্বিচারে হত্যার পরে জাতিসংঘের মানবাধিকার সংস্থার নাম পরিবর্তন করে জাতিসংঘ পাওয়ার ক্লাব নামকরণ করা উচিত। একই সাথে মানবাধিকার শব্দটির সংজ্ঞা পরিবর্তন করা উচিত কারণ প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করার নামে আন্তর্জাতিক মহল যা করছে সেটা প্রতারণা এবং চোখে ধুলো দেয়া।
উক্ত অনুষ্ঠানে আমজনতার দলের কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মেজর আব্দুর রব লিংকন, সোহাগ আফ্রিদি, মুজাহিদ, সুরাইয়া ইয়াসমিন ও ফুয়াদ স্বনাম প্রমুখ।