ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


২০৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা


৮ ডিসেম্বর ২০১৮ ০৫:৪০

আপডেট:
১১ মে ২০২৫ ০১:২৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ৯৪টি আসনের বিষয়ে জোট শরিকদের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, ‘অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা এ নির্বাচনে অংশ নিয়েছি। এই অংশ গ্রহণের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই।’

বাকি ৯৪ আসন সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তির পর বাকি আসনগুলোর বিষয়ে জোট ও ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত জানানো হবে।’

বিএনপির প্রার্থীরা হলেন পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার জমির উদ্দীনের ছেলে নওশাদ জমির, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, দিনাজপুর-২ আসনে মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৪ আসনে আকতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনে রেজানুর হক, নীলফামারী-১ আসনে রফিকুল ইসলাম, লালমনিরহাট-২ আসনে রোকন উদ্দিন বাবু, লালমনিরহাট-৩ আসনে আসাদুল হাবিব দুলু, রংপুর-২ আসনে মোহাম্মদ আলী সরকার, লালমনিরহাট-১ আসনে হাসান রাজিব প্রধান, গাইবান্ধা-২ আসনে আ. রশিদ সরকার

বিস্তারিত আসছে…