ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ছাত্রলীগের ছাত্রী সমাবেশ ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত


৭ ডিসেম্বর ২০১৮ ১০:২৫

আপডেট:
১১ মে ২০২৫ ০০:৪৭

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত ছাত্রী সমাবেশ এবং কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ এবং হোম ইকোনমিক্স কলেজের নেতা কর্মীদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ইডেন মহিলা কলেজে এই সভা শুরু হয়।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন এবং সাধারন সম্পাদক গোলাম রাব্বানি নারী নেতা কর্মীদের সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন।

সকলকে দু:খ কষ্ট ভুলে দেশরত্ন শেখ হাসিনার প্রার্থীর জন্য কাজ করে যেকোন মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।

‘নতুন ভোটারের প্রথম ভোট, মুক্তিযুদ্ধের পক্ষে হোক’ এই স্লোগানকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানি মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সকলকে কাজ করতে নির্দেশ দেন।

বাংলাদেশ ছাত্রলীগ ইডেন কলেজ শাখার আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন, প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।