কামরাঙ্গীরচরে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

আজ রাজধানীর কামরাঙ্গীরচর ৫৫ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেলে ওয়াজ উদ্দিন স্কুল সংলগ্ন সড়কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ।
কর্মীসভায় বিগত ১৭ বছরে ছাত্রদলের নানা ত্যাগ, পরিশ্রমের বিষয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমানের হাতকে কিভাবে শক্তিশালী করে দেশ গঠনে নেতাকর্মীরা ভূমিকা রাখতে পারে, এসকল বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহবায়ক ও মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ উল্লাহ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়া।
মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জনাব মাহমুদ উল্লাহ মাহমুদ আজকের আয়োজন সম্পর্কে আমাদের দিনকে জানান ‘অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজ কর্মীসভা অনুষ্ঠিত হলো। আমি আগত অতিথি, নেতাকর্মী সহ অত্র ওয়ার্ডের সবাইকে ধন্যবাদ দিতে চাই আয়োজনকে সফল করার জন্য। বিগত ১৭টি বছর আমরা ত্যাগ স্বীকার করেছি, নানা হামলা-মামলার শিকার হয়েছি, তবুও জাতীয়তাবাদী আদর্শ থেকে স্বৈরাচারের দোসররা আমাদের বিচ্ছিন্ন করতে পারেনি। আমরাই এখন দেশ গঠনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবো।সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তার সুস্থতা কামনা করি।’
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ গাফফার,কামরাঙ্গীরচর থানা যুবদলের সদস্য সচিব সোহেল আরমান। মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী রবিন সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন মাসুম।
কামরাঙীরচর, ছাত্রদল, মাহমুদ উল্লাহ মাহমুদ