জন্মদিনে মেডিকেল সেবার আয়োজন করেছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি-ইউনিট- ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় দিনভর ব্যাপি মেডিকেল সেবার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকনিক লিডার ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভিক্টোরিয়া পার্কে নেতাকর্মীদের নিয়ে এই আয়োজন করেন তিনি।
শুক্রবার ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২০,১১২ জন শিক্ষার্থী। আসনপ্রতি প্রতিযোগিতা করেন ৩৯ জন। তীব্র রোদে পুরান ঢাকার সরু রাস্তায় শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন।
জবিতে পরীক্ষা দিতে আসা অবিভাবক ও শিক্ষার্থীদের প্রাথমিক সেবার জন্য দিনভর মেডিকেল সেবার আয়োজন করা জবির আইকোনিক লিডার ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত
বলেন, ‘আজকে যেহেতু আমার জন্মদিন আর আমিও যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুতরাং আমার আমার মূল কাজই হচ্ছে জনকল্যানমূলক কিছু করা । আমি আমার জন্মদিন উপলক্ষে ভিন্ন কিছু করার চিন্তা করছিলাম আর সেই চিন্তা থেকেই ভাবলাম মেডিকেল হেল্পডেস্ক এর কথা মাথায় আসে। আপনারা দেখেছেন পূর্বের পরীক্ষা গুলোতে কি পরিমাণে অভিভাবক ও শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। তাই আমার জন্মদিনে এমন একটি উদ্যোগ নিয়ে, শিক্ষার্থী ও অভিভাবকদের সেবা দিতে পেরে আমি খুবই আনন্দিত।এই রকম ভালো কাজে সেবাদান কর্মসূচী অদূর ভবিষ্যতেও চালু থাকবে ইনশাআল্লাহ।’
উল্লেখ্য যে তিনি উপস্থিত জবি ছাত্রদলের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান।
কাজী বাসিত, ছাত্রদল