ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ঐক্যফ্রন্টের ছোট ভুল ক্ষমা করতে ইসি’র প্রতি নাসিমের আহ্বান


৬ ডিসেম্বর ২০১৮ ১০:৩৪

আপডেট:
১০ মে ২০২৫ ২২:১২

জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশীদের ফরমের ছোটখাটো ভুলত্রুটি মাফ করে দিয়ে নির্বাচন করার সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বুধবার (৫ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অডিটরিয়ামে ১৪ দল আয়োজিত ‘বিজয় মঞ্চের গান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন।

নাসিম বলেন, “যারা মনোনয়ন ফরম ঠিকমতো পূরণ করতে পারে না, তারা ঠিক কীভাবে যুদ্ধ করবে? ঋণখেলাপি ও মনোনয়ন ফরম ভুল করে প্রথম খেলায় তারা হেরে গেছে। কোনো সন্দেহ নেই— ফাইনাল খেলায় ওদের হারিয়ে দেবো।”

“নির্বাচন কমিশনকে বলতে চাই— ওরা হয়তো ছোটখাটো ভুল করেছে, ওদের অনেকেই আপিল করেছে। যদি ছোটখাটো ভুল করে থাকে, মাফ করে দেন। ইলেকশন করার সুযোগ করে দেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা গণতন্ত্রের বিশ্বাস করি, ফাঁকা মাঠে গোল দিতে চাই না। নির্বাচন কমিশনকে অনুরোধ— এত কঠোর হওয়ার দরকার নেই। তবে ঋণখেলাপি আর দণ্ডিতদের সঙ্গে কোনো আপস হবে না”- বলেন নাসিম।

১৪ দলের মুখপাত্র আরও বলেন, “আমরা বলেছিলাম সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কিন্তু ওরা বলেছিল সংবিধান অনুযায়ী নির্বাচন করবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, তত্ত্বাবধায়ক সরকার তারা চায়। প্রথম লড়াইয়ে আমরা জিতেছি, ওরা স্যারেন্ডার করে শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে বাধ্য হয়েছে।”

জাতীয় নির্বাচনকে ফাইনাল খেলা উল্লেখ তিনি বলেন, ফাইনাল খেলায় আমাদের জিততে হবে, এজন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ঘরে ঘরে গিয়ে বলতে হবে, আমরা সরকারে আছি— ভুল-ত্রুটি থাকতে পারে আমাদের। ভুলের ঊর্ধ্বে কেউ নয়। এই নির্বাচনে কোনো বড় ভুল করা যাবে না। তারা শেখ হাসিনাকে ঠেকাতে চায়। প্রকাশ্যে ঘোষণা দিয়ে তারা নেমেছে, আওয়ামী লীগের বিজয়কে ১৪ দলের বিজয়কে তারা ঠেকাতে চায়।

নির্বাচনে ঢাকা আসনে বিজয় মানেই বাংলাদেশ বিজয় মন্তব্য করে তিনি বলেন, ঢাকা শহরকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ঢাকা শহরে যেমন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে, তেমনি রাজাকার দলও এখানে আছে মনে রাখবেন। বর্ণচোরাও এখানে থাকে। ঢাকা বিজয় মানেই বাংলাদেশ বিজয়, ঢাকার প্রতিটা আসনে যদি আমরা বিজয় অর্জন করি, বাংলাদেশের কেউ আমাদের পরাজিত করতে পারবে না।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এ সময় উপস্থিত ছিলেন।

‘বিজয় মঞ্চের গান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার।