ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী:

ছাত্রলীগের প্রতিটি কর্মীর ঘরই আমার ঘর!


৫ ডিসেম্বর ২০১৮ ২৩:০৩

আপডেট:
৬ ডিসেম্বর ২০১৮ ১০:৪২

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মীর ঘরই আমার ঘর বলে মন্তব্য করেছেন বিনয়ী, তেজদীপ্ত ও তারুণ্যের প্রতিনিধি মানবতার ফেরিওয়ালা খ্যাত ইতিবাচক রাজনীতির ব্রান্ড অ্যাম্বাসেডর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ছাত্রলীগের একদিন ব্যাপী নির্বাচনী বর্ধিত সভা ও কর্মশালা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় সারাদেশে জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তখন তাদের বলেন, আপনাদের যে কোন সমস্যা আমাদের বলবেন, আমারা সাধ্যমত সমাধান করে দিব। প্রতিটি ছাত্রলীগের পরিবারেই আমার পরিবার। আমার পরিবারের কেউ যদি কোন সমস্যায় পড়েন, তাহলে সেটা সমাধান করা আমাদেরই দায়িত্ব।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এসময় আরো বলেন, সমস্ত দু:খ কষ্ট ভুলে দেশরত্ন শেখ হাসিনার প্রার্থীর জন্য কাজ করতে হবে। আপনাদের যেকোন আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থীকে পছন্দ না হতে পারে, কিন্তু এটা আপনাদের মনে রাখতে হবে ৩০০ আসনের প্রার্থীই দেশরত্ন শেখ হাসিনা। যেকোন মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এছাড়াও বিগত দিনে এলাকায় এমপি মন্ত্রী দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন তা তুলে ধরেন নেতারা। এ সময় তাদের সমস্যা বিভাগীয় সম্বন্বয়ককে নোট করতে বলেন এবং সমস্যাগুলো লিখিতভাবে জমা দিতে বলেন। সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।