ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বর্ধিত সভা চলছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচনী বর্ধিত সভা চলছে। বাংলাদেশ ছাত্রলীগের সকল জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কদের উপস্থিতিতে এই সভা চলছে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সভা চলবে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সভা সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।