ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


ক্যাম্পাস হবে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা: আহবায়ক হিমেল


২৬ জানুয়ারী ২০২৫ ১৬:৩৩

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৮

ছবি: আমাদের দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির আহ্বায়ক হিমেল বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে সুষ্ঠু রাজনীতি চর্চার কেন্দ্র 

আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ছাত্র দলের নতুন কমিটি গঠন হওয়ার  ৩৩ দিন পর প্রথম বারের মতো ক্যাম্পাসে প্রবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ক্যাম্পাসে ডুকে প্রেস বিজ্ঞাপ্তিততে সংগঠনটির আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন- "৫ আগস্টের পর সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও ক্যাম্পাসের ভাবমূর্তি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা নিরব দর্শকের মতো কাজ করে গেছি।

আমরা কথা দিচ্ছি সাধারণ শিক্ষার্থীদের সব ধরনে যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে সবসময় ছাত্রদল সচেষ্ট ভুমিকা পালন করেছে এবং  ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে। অধিকার আদায়ে ছাত্র দল সব সময় পাশে ছিল, পাশে থাকবে।"

নব গঠিত কমিটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন- " আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ সকল দল মত নির্বিশেষে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে কাজ করতে চাই। আমরা প্গতির পক্ষে মানুষের পক্ষে গণমানুষের অধিকার আদায়ের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ। শিক্ষা,সংস্কৃতি ও মনন শীলতা কে ধারণ করে প্রত্যেকটা আন্দোলন কে সফল করব। 


জবি ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়