নির্বাচনের দিন আওয়ামী লীগ কর্মীরা রোজা রাখবে: এমপি শাওন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের দিন আওয়ামী লীগের কর্মীরা রোজা রাখবে। এদিন সকালে প্রত্যেক কর্মী ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। এরপর বাড়ির আশপাশের সকল ভোটারকে ভোট কেন্দ্রে এনে ভোট দেওয়াবে।’
রবিবার সকালে লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ড নোয়াব আলী হাওলাদার বাড়ি সড়কে দ্বীপবন্ধু ঐক্য পরিষদের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।