ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


বাদ পড়লেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল


৩ ডিসেম্বর ২০১৮ ০৩:৫২

আপডেট:
১০ মে ২০২৫ ২২:৪৫

ঋণ খেলাপি হওয়ায় পটুয়াখালীতে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। রোববার বিকেল ৪টায় জেলা প্রশাসকের দরবার হলে বাছাই অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।