বেলকুচিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তির লক্ষ্যে বিএনপির আলোচনা সভা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে আদাচাকি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পপৃক্তির লক্ষ্যে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ৬ই ডিসেম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোঃ আবু শাহিন মল্লিকের সভাপতিত্বে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বনি আমিন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শামীম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ মিঞা শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম রানা সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।