আমানুল্লাহ আমান ও গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রোববার (২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে এই মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা-৭ আসনে বিএনপি প্রার্থী নাসিমা আক্তারের মনোনয়ন বাতিল করা হয়েছে। ঢাকা-৯ আসনে ঋণ খেলাপির দায়ে আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত হয়েছে। হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল করা হয়েছে।
রেজা কিবরিয়াঃ হবিগঞ্জ-১ আসনে ঋণখেলাপির অভিযোগে গণফোরাম মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একইসঙ্গে সংরক্ষিত নারী আসনের এমপি কেয়া চৌধুরীসহ আরও ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (২ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাহমুদুল কবীর মুরাদ যাচাই বাছাই শেষে সাতজনের মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং অফিসার জানান, সিটি ব্যাংকের ক্রেডিট ডিভিশন থেকে খেলাপির তালিকায় রেজা কিবরিয়ার নাম থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে হলফনামায় স্বাক্ষর না থাকায় এমপি কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।