ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


জবি ছাত্রদলের মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন


২৭ নভেম্বর ২০২৪ ১৪:৫৭

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০১:৩০

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু খেলার উদ্বোধন করেন। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে খেলায় অংশগ্রহণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু বলেন, সাধারণ শিক্ষার্থীদের মাদক ছেড়ে খেলাধুলায় অংশগ্রহণ করতে ছাত্রদলের এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যেন  এখানে ব্যাডমিন্টন খেলে সে লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের শিক্ষার্থী সমাজ যেন তাদের মেধা এবং ভবিষ্যতকে বিপদে না ফেলে। শরীর এবং মনকে সুস্থ রাখতে খেলার বিকল্প নেই।তাই অবসর সময় তারা যেন খেলায় ব্যস্ত থাকে। নতুন বাংলাদেশ গড়তে তাদের সক্রিয় ভূমিকা দেশকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল,যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মামুন । পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রিয়াজুল আরেফিন রিয়াদ।এছাড়াও ওয়াসিম,টিটু,আব্দুল জলিল,সৌরভ,তোহা,বাবর,কল্যাণ, প্রমুখ উপস্থিত ছিলেন।