ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


নেছারাবাদের বলদিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির গণসমাবেশ


১০ নভেম্বর ২০২৪ ২১:৩০

আপডেট:
১০ মে ২০২৫ ০৩:৪৭

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণ সমাবেশের আয়োজন করা হয়।

রবিবার (১০ নভেম্বর) বিকেলে নেছারাবাদের ১ নং বলদিয়া ইউনিয়নের ডুবি বাজার বালুর মাঠে বিএনপি ও এর সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) তুখোর ও সুপরিচিত রাজনীতিবিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর নেতৃত্বে ও সমর্থনে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক "অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন"।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সদস্য সচিব, পিরোজপুর জেলা বিএনপি- গাজী ওয়াহিদুজ্জামান (লাভলু)। যুগ্ন আহবায়ক, পিরোজপুর জেলা বিএনপি শেখ রিয়াজ উদ্দিন রানা। আহবায়ক, স্বরূপকাঠি পৌর বিএনপি মোঃ শফিকুল ইসলাম ফরিদ। সিনিয়র যুগ্ন আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি- মোঃ নাছির উদ্দিন তালুকদার। সদস্য সচিব, স্বরূপকাঠি পৌর বিএনপি - মোঃ কাজী কামাল। সিনিয়র যুগ্ন আহবায়ক, স্বরূপকাঠি পৌর বিএনপি- কাজী আনিসুজ্জামান।

সভার সভাপতিত্ব করেন- আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি - মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- সদস্য, নেছারাবাদ উপজেলা বিএনপি- মোঃ শহিদুল ইসলাম।
সভার সঞ্চালনায় ছিলেন- যুগ্ন আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি - মোঃ আজহারুল ইসলাম (টুটুল)।

এছাড়া এই সমাবেশে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন - যুগ্ন আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি- কাজী তৌহিদুল ইসলাম। যুগ্ন আহবায়ক, নেছরাবাদ উপজেলা বিএনপি- মোঃ মাহমুদুল হাসান বাবু। যুগ্ন আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি- মোহাম্মদ সোহেল মৃধা। ভারপ্রাপ্ত আহবায়ক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল- মোঃ তপু রায়হান।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন বিএনপির আহবায়ক, যুগ্ন আহবায়ক, সদস্য সচিব সহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ।

সভাপতি তার বক্তব্যে সবার কাছে দোয়া চান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের অনুপ্রেরণা ও সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন - বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে আমরা বিএনপির নেতাকর্মীরা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সবাই স্বৈরাচারী পতিতা সরকারের নানা নির্যাতন, জুলুম, মিথ্যা মামলা সহ বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এখন আমরা মুক্তি পেয়েছি এবং সত্যিকারের স্বাধীনতা লাভ করেছি। এখন আমাদের সময় এসেছে কথা বলার, দেশকে ভালো কিছু উপহার দেওয়ার। তাই সবাই সতর্ক থেকে আগামী দিনগুলোতে একথাবদ্ধ হয়ে আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুপ্রতিষ্ঠিত/ শক্তিশালী করি এবং দেশ পরিচালনা ও সমগ্র দেশের উন্নয়নে ভোটের মাধ্যমে সরকার গঠন করে বিশেষ ভূমিকা রাখি।