জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: জাফরুল্লাহ চৌধুরী

অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
‘আদর্শ নাগরিক আন্দোলন’ ও ‘জাতীয় মানবাধিকার আন্দোলন’ এর যৌথ উদ্যোগে ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনে লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভা হয়। জামায়াতের ধানের শীষে নির্বাচন করা প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জামায়াত ইসলামীর সদস্যদের উচিত হবে জাতির কাছে ক্ষমা চাওয়া। তাদের নিজের জন্য না পিতার জন্য। তাদের অতীতের জন্য। আমার পিতা যদি অন্যায় করে থাকে তবে তার দায় তো আমার ওপরে বর্তাবে না। তবুও পিতার জন্য ক্ষমা চাওয়া উচিত।’
নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের তাগিদ দেন তিনি। জাফরুল্লাহ বলেন, বিএনপিতে এবার অনেক মনোনয়নপত্র জমা পড়েছে, যা বিএনপির প্রতি মানুষের সমর্থন প্রকাশ করে। অধিক প্রার্থী হওয়ার আগ্রহের এই আস্থাকে মীমাংসা করা না গেলে সমস্যা তৈরি হবে।
আওয়ামী লীগের ২০ শতাংশ নতুন প্রার্থী মনোনয়ন দেওয়াকে ভালো দিক উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, বিএনপিতে অনেক বেশি পুরোনোদের মনোনয়ন দেওয়া হয়েছে। চূড়ান্ত প্রার্থী করার সময় বিএনপি বিষয়টি নিয়ে ভাববে বলে তার আশা।
তিনি বলেন, জনগণ আপনাদের (ঐক্যফ্রন্টের) পক্ষে আছে। যেখানে যাই, এটা আমি দেখতে পাই। বাতাস আপনাদের পক্ষে আছে। এই সরকার টিকতে পারবে না। নৌকা ডুবে গেছে। এই নৌকাকে আর উঠানো যাবে না।
জাফরুল্লাহ বলেন, সরকার আইনের অপপ্রয়োগ করছে। সুষ্ঠু নির্বাচন হবে না। তবে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মাঠে থাকতে হবে। এভাবে সরকার চলতে পারবে না।
এই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না, সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাসহ প্রমুখ।