ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


তিন আসনে খালেদার বিকল্প যাঁরা


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০১৮ ১০:০১

দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তিন আসনে বিকল্প তিনজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি। আদালতের একটি রায়ের পর খালেদা জিয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তাঁর তিন আসনেই বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৭ আসনে মোর্শেদ মিল্টন ও ফেনী-১ আসনে যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির প্রথম আলোকে এই বিকল্প তিন প্রার্থীর কথা নিশ্চিত করেন। তিনি বলেন, বিকল্প তিন প্রার্থীর মনোনয়নপত্র সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।

এ ছাড়া শায়রুল জানান, আজ আরও তিনটি আসনের জন্য বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। এই তিন আসন হলো ঢাকা-১৭ কামাল জামাল মোল্লা, নেত্রকোনা-২ ডা. আনোয়ার এবং জামালপুর-২ মনোয়ার হোসেন।