ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়,

ছাত্রলীগ সা.সম্পাদকের সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা


২৭ নভেম্বর ২০১৮ ১২:০১

আপডেট:
২৭ নভেম্বর ২০১৮ ১২:০৫

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদ্য সাবেক সদস্য বাপন দাস শুভ্র উদ্যোগে ‌ ঢাকেশ্বরী মন্দিরে আয়োজন করা হয়

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা খ্যাত গোলাম রাব্বানীর সুস্থতা কামনা করে ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে।বর্তমান তিনি ডেঙ্গু জ্বরে অসুস্থ্যতাজনিত কারণে গ্রীন লাইফ হাসপাতালে রয়েছেন। এর পূর্বে গোলাম রাব্বানী বাবা ছেলের সুস্থ্যতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদ্য সাবেক সদস্য বাপন দাস শুভ্র উদ্যোগে ‌ঢাকেশ্বরী মন্দিরে এ আয়োজন করা হয়।এ সময় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালের আইসিইউ থেকে তাকে বেডে নেয়া হয়েছে বলে জানা গেছে।