ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


পাকিস্তানের প্রেতাত্মা জিয়া পরিবার :কামরুল হাসান রিপন


২৮ আগস্ট ২০২১ ১৭:২৮

আপডেট:
১০ মে ২০২৫ ০৯:৪৮

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেছেন, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তান তাদের প্রতিহিংসার কথা ভুলতে পারেনি।

তাই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে জিয়া পরিবারকে বেছে নেয়। সে থেকেই পাকিস্তান কে খুশি করার জন্য জিয়াউর রহমান ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবার কে হত্যার সাথে জড়িত ছিল।

২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার সাথে জড়িত ছিল জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ও তার স্ত্রী খালেদা জিয়া।
আজ শুক্রবার বিকালে ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ী থানার ৬১ নং ওয়ার্ডে দনিয়া কলেজের সামনে আয়োজিত ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

এড়াও উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মেদ সহ সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, কাজী সোহেল সাধারণ সম্পাদক কদমতলী থানা , শাহা আলম আওয়ামী লীগ নেতা।
এসময় আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ,
শ্রমিক লীগ সহ ও অন্যন্য নেতৃবৃন্দের দেখা যায়।
অনুষ্ঠান শেষে গরিব মানুষদের মাঝে তৈরি খাবার বিতরণ করা হয়। এতে ২০০০ খাবার বিতরণ করা হয়।