কিশোরগঞ্জ-২: নৌকার মনোনয়ন পেলেন সাবেক আইজিপি নুর মোহাম্মদ

আসন্ন একাদশ জাতীয় সংসদ কিশোরগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন পেলেন সাবেক আইজিপি নুর মোহাম্মদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন এবং মুহসিন হলের ভিপি ছিলেন।
রোববার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার হতে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়।
এতে আনন্দ প্রকাশ করেছে এই আসনের ভোটাররা।
তাদের মতে, কিশোরগঞ্জ-২ আসনের উন্নয়নে মেধাবী নেতা নুর মোহাম্মদের বিকল্প নেই।
এদিন সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
এ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, এই সাবেক আইজিপি নূর মোহাম্মদ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে সময় দেয়ায় তারা নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। পুলিশের শীর্ষ পদে দায়িত্ব পালন করা এই নেতা যেভাবে এলাকায় মাটি ও মানুষের সঙ্গে মিশছেন তা সত্যিই অকল্পনীয়। তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে নৌকার বিজয় নিশ্চিত হবে বলেও জানান তারা।