ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


শরীয়তপুর ২: মনোনয়ন পেলেন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম


২৬ নভেম্বর ২০১৮ ০১:৪৪

আপডেট:
২৬ নভেম্বর ২০১৮ ০২:০২

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম।

রোববার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার হতে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়। 

এতে আনন্দ প্রকাশ করেছে এই আসনের ভোটারররা।

তাদের মতে, শরীয়তপুর ২ আসন অবহেলিত। এই এলাকার উন্নয়নে তরুণ এবং মেধাবী নেতা এনামুল হক শামীমের বিকল্প নেই। 

ছাত্রলীগ নেতা বিপ্লবের নেতৃত্বে আনন্দ মিছিল

এদিন সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।

শরিয়তপুর ১ আসনে ১ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন ইকবাল হোসেন অপু। শরীয়তপুর-১ আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের কে্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল।

শরিয়তপুর ৩ আসনে মনোয়ন পেয়েছেন সাবেক পানী সম্পদ মন্ত্রীর ছেলে নাহিম রাজ্জাক। 

এবার শরীয়তপুর ১ ও ২ আসনে নতুন মুখ মনোয়ন পেলেন।