শরীয়তপুর-১ আসনে,
নৌকার মনোনয়ন পেলেন ইকবাল হোসেন অপু

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
রোববার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
এদিন সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
এর আগে ১ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন ইকবাল হোসেন অপু।
শরীয়তপুর-১ আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের কে্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল।
জানা গেছে, ইকবাল হোসেন অপু এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতিমধ্যে জড়িয়েছেন।