পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ,পুলিশের বাধা!

কারাবন্দি লেখক ও উদ্যোক্তা মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এসময় পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি পন্ড করে দেয়।
আজ সোমবার সোমবার দুপুর ১২ টায় পুরান ঢাকার রায়সাহেব বাজারে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে জবি ক্যাম্পাসের থেকে আসতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি পন্ড করে দেয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী আবিদ কামাল রুবেল এবং মেহেদী হাসান হিমেল নেতৃত্বে মিছিলটি সকাল সাড়ে ১০টায় জজকোর্ট থেকে শুরু করে রায়সাহেব বাজার মোড় হয়ে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সাইফুল হক তাজ, শাহাদাৎ হোসেন, নাহিদ চৌধুরী, শাহরিয়ার হোসেন, ওয়াহিদুজ্জ্বামান তুহিন,মাইনুদ্দিন চৌধুরী, জাহিদ ভুইয়া, আজিজুর রহমান, আসলাম শেখসহ ২০-২৫ জন নেতাকর্মী।