যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন সুভাষ চন্দ্র হালদার

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন সুভাষ চন্দ্র হালদার। তিনি গত কমিটিতে অর্থ সম্পাদক ছিলেন।
শনিবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০১ সদস্য বিশিষ্ট যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
২০১৯ সালের ৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস।
যুবলীগের সম্মেলনে চেয়ারম্যান করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশকে। আর সাধারণ সম্পাদক হন মাইনুল হোসেন খান নিখিল।
এছাড়াও যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হলেন যারা- অ্যাডভোকেট মামুনুর রশিদ, মঞ্জুর আলম শাহীন, আবু চহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দিন, ড. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, রফিকুল ইসলাম,হাবিবুর রহমান পবন, নবী নেওয়াজ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, এনামুল হক খান, সাজ্জাদ হায়দার লিটন, মো. মোয়াজ্জেম হোসেন, সেলিম আলতাফ জর্জ এমপি, মৃনার কান্তি জোয়ার্দার, তাজউদ্দিন আহমেদ, জুয়েল চরেং,জসিম মাদবর, আনোয়ার হোসেন।